আজ বৃহস্পতিবার, কেমন কাটবে আপনার দিনটি দেখে নিন, রইলো রাশিফল (24.11.2022)

 

News 24 Express 

স্নিগ্ধা,নিজস্ব প্রতিনিধি::

মেষঃ উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধিবলে জয়। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের কোনও সমস্যা বাড়তে পারে।


বৃষঃ কর্মস্থানে কাজের চাপ নিয়ে চিন্তা। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়বে। সন্ধির দ্বারা শত্রুতা প্রশমিত হতে পারে। কোনও আত্মীয়ের প্রভাবে পারিবারিক অশান্তি বাড়তে পারে। সাইনাসের সমস্যায় দিনটাই মাটি।


মিথুনঃ নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাত্‍ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট। পড়াশোনায় খরচ বৃদ্ধি। ব্যবসায় চাপ বৃদ্ধি।


কর্কটঃ আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি আসতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাক্যালাপে বিদ্রুপ ও বিদ্বেষ ভাবের জেরে বিপত্তির আশঙ্কা। ব্যবসায় নিম্নগতি সত্ত্বেও আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভাল। শ্লেষ্মাধিক্য ও শ্বাসকষ্টে ভোগান্তি।


সিংহঃ আপনার বক্তব্য সকলের মন জয়ে সমর্থ হবে। ভাই-বোনের সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে। সঙ্গীতশিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা প্রয়োজন। হঠাত্‍ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।


কন্যাঃধর্ম-আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হওয়ার আনন্দ। সৌখিনতার জন্য টাকা-পয়সা খরচ হতে পারে। শরীরে অল্প-বিস্তর সমস্যা থাকতে পারে।উটকো অশান্তি বাড়তে পারে। কোনও কারণে আজ আপনার মানহানি হওয়ার আশঙ্কা।


তুলাঃ উদ্যমী হলে কর্ম বাধা কেটে যেতে পারে। সাহিত্য ও সঙ্গীত চর্চায় সাফল্য‌ উপার্জনের নতুন পথ

Post a Comment

Previous Post Next Post