অস্কারজয়ী মার্কিন সঙ্গীতশিল্পী আইরিন কারা আর নেই

News 24 Express 

নিউজ ২৪ এক্সপ্রেস ডেস্ক :

অস্কারজয়ী সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আইরিন কারা এসকালেরার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। 

কারার প্রতিনিধি জানিয়েছেন, ফ্লোরিডায় নিজ বাড়িতে আইরিনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

‘ফ্ল্যাশড্যান্স... হোয়াট এ ফিলিং’ গানটির জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিলেন। গানটির সহ-রচয়িতাও ছিলেন তিনি। 

গানটির জন্য সেরা পপ ভোকাল নারী শিল্পী হিসেবে গ্র্যামি জিতেছিলেন। ‘ফেম’ ছবিতে কোনো হার্নান্দেজের ভূমিকায় অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। ছবিটির টাইটেল গানেও তিনি কণ্ঠ দিয়েছিলেন।

আইরিনের জন্ম ১৯৫৯ সালে নিউ ইয়র্ক সিটিতে। টেলিভিশন দিয়ে ক্যারিয়ান শুরু করেছিলেন আইরিন। খুব অল্পবয়সেই তিনি স্প্যানিশ ও ইংরেজি ভাষায় গান রেকর্ড করা শুরু করেছিলেন।

Post a Comment

Previous Post Next Post