অভিনয় প্রানবন্ত না হলে সুসজ্জিত মঞ্চের কোন দরকার নেই

 

Raju Bhuiya News 24 Express 

যারা অভিনয় জগতের সাথে যুক্ত থাকে বা অভিনয়কে পেশা হিসেবে নেয়, তারা অভিনয়কে ভালোবেসে অভিনয় করে। অভিনয় করার মধ্যে বা অন্য কোনো ভূমিকায় নিজেকে ফুটিয়ে তোলার মধ্যে প্রাণ পায় তারা। থিয়েটারের মঞ্চ,  শুটিং ফ্লোর তাদের কাছে বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ ভূৃমিকা গ্রহণ করে তাই তারা ওটাকে Career হিসেবে বেছে নেয়। কিন্তু তাদেরও তো একটা ব্যক্তিগত জীবন আছে, emotion আছে, sentiment আছে, ক্ষত-বিক্ষত হয়ে চুপ করে যাওয়া আছে, নিজের মতো বাঁচার অধিকার আছে, একা থাকতে চাওয়া আছে।  একটা ঘটনাকে নিয়ে আর কতবার, কতরকম ভাবে কেটে ছিঁড়ে দলা পাকানো হবে? আগে গুটিকয়েক কিছু সংবাদ মাধ্যম একটা ঘটনাকে কভার করতো, এখন জুটেছে আরো যেখানে-সেখানে গজিয়ে ওঠা অগুনতি  নাম-না-শোনা সংবাদ মাধ্যম ও ইউটিউবার। যারা চারপাশে ছিটিয়ে আছে জোঁকের মতো, কখন কোথা থেকে কার একটা expression ধরা যায়, কোনো একটা মূহুর্তও মিস্ করা চলবে না, তারপর বাড়ি গিয়ে পেছনে background music ফেলে edit টা সেরে অভিনেতার ব্যক্তিগত মূহুর্ত, emotion কে বাজারি করে দাও। ব্যস্। এটা ঠিক, যারা শিল্পজগতের সাথে যুক্ত,  তাদের জীবনটা দর্শকের। কিন্তু সবকিছুর তো শেষ আছে। আর কতদিন!!! কতক্ষণ!!!!  আমি যেখানে এতোটা যন্ত্রণা পাচ্ছি,  সেখানে বাড়ির লোকেদের ওপর দিয়ে, আত্মীয় -স্বজনের ওপর দিয়ে কতখানি ঝড় চলে!! যারা বেঁচে আছে, যে মানুষগুলো ভালোবাসা হারিয়ে নিজের সাথে লড়াই করছে, তাদের বাঁচতে দাও। Social media no longer makes people happy, it plays the role of killing little by little every day....

23/12/2022

Post a Comment

Previous Post Next Post