মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা মোহাম্মদপুর উপজেলায় দীঘা ইউনিয়ন দীঘা গ্রামের ইদ্রিস শেখ ২০০ বছর বসত ভিটা বসবাস করে আসছে তিন পুরুষ হঠাৎ ২০১৭ সালে এক চক্র ভুয়া দলিল দেখিয়ে তার বাড়ি হামলা করে এবং ঘর তুলতে বাধা দেই এবং মাললা করে ১৪৪ ধারা সেই মামলায় রায় ইদ্রিস শেখ এর নামে দেয় বিজ্ঞ আদালত এরপর আবার তারা ১৪৪ করে ইদ্রিস শেখ পুনরায় তার পক্ষে রায় পাই সে ঘর তুলতে গিয়ে বাধাগ্রস্ত হয় এর পুলিশ দিয়ে বাধা দেই এখন তার বাড়িতে ঘর ভেঙে পড়ে যাচ্ছে সে বসত করতে খুব কষ্টে যাচ্ছে বাড়ির সব ভেজ্ঞে পরছে সে এলাকার সকল নিকট বিচার চেয়েছিলো সেটাও বিফলে যায় স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোকন মিয়া সাংবাদিকদের বলেন আসলেই ইদ্রিস শেখ সালাম শেখ হাসান শেখ তারা পুর্বপুরুষ থেকে ওখানে বসবাস করে আসছে কিন্তু দুসক্রিতি চক্র মিথ্যা মামলা জাল দলিল দেখিয়ে হয়রানি করে যাচ্ছে অবাদে তাই মোহাম্মদপুর উপজেলার উর্ধতন কর্মকর্তাকে অনুরোধ করেন এই বিষয় টা দেখার জন্য কারণ ইদ্রিস শেখ ৩ বছর গোয়াল ঘরে বসবাস করছে জানান এলাকাবাসী দুসিরা হচ্ছে। রওশন, বাচ্চু,বাবলু আক্তার, মিন্টু নাইমুর এবং আরও অনেক দুসি ইদ্রিস শেখ বলেন আমাদের ঘর বসবাস করতে হবে এই ব্যবস্থা করে দিবেন এলাকাবাসীরও একই দাবি সমাজের উচ্চবর্গের কাছে প্রশাসনের কাছে।
Tags
অপরাধ