ফেব্রুয়ারীতে ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী! সম্মান দিচ্ছে জেভিয়ার্স

 

News 24 Express 

লীনা,কলকাতা প্রতিনিধি::

২০১৮ সালে গত বছরের স্বাধীনতা কলকাতা বিশ্ববিদ্যালয় (ক্যালকাট ইউনিভার্সিটি) মুখ্যমন্ত্রী মমতাকে ডিলিট সম্মান প্রদান করে। তৎপর্যাল্য রাজ্যপালের অধিকারী আশ্য কেশরীনাথ ত্রপাঠী ডিলিট সম্মানের দেওয়া মুখ্যমন্ত্রীর হাতে। সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতার জন্য মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট সমর্থন দিয়েছিল কলকাতা। মমতাকে ডিলি দেওয়া নিয়ে বিতর্ক গড়ায় বহু দূর। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়।চুপ করে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। এক জনসভায় তিনি বলেছিলেন,’আমি বই বিক্রি করলে বলবে, কেন এত বই বিক্রি হয়? লোকে বইগুলো পড়ে অনেক তথ্য পায় ও প্রয়োজনীয় বলে মনে করে, এজন্য হয়…যাও গিয়ে দেখ বই মেলায় বেস্ট সেলার কার বই।  আরে আমি তো জীবনে কত পুরস্কার ছেড়ে দিয়েছি। পুরস্কারের প্রতি কোনও স্পৃহা নেই। এক হাজার কবিতার একটা বই লিখুন না বসে বসে। একটু বসে লিখুন। এত কাজের মধ্যেও নিজে নিজে ১২৫টা বই লিখুন’।

Post a Comment

Previous Post Next Post