ভারতবর্ষকে নিজের জমিদারি ভাবছেন মোদিজি কটাক্ষ দোলা সেনের

 

News  24 Express 

নিজস্ব প্রতিনিধি;; রৌনক, 

ঐতিহ্যের ভারতবর্ষকে নিজের জমিদারি ভাবছেন মোদিজি। যা ইচ্ছে তাই করছেন। ‘মেক ইন ইন্ডিয়া’র বদলে ‘সেল ইন ইন্ডিয়া’ সরকার গড়ছেন।’ শনিবার ফরাক্কায় এসে কেন্দ্রীয় সরকারকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যসভার সংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং সেখানে কাজ করা শিল্প শ্রমিকদের অবস্থা ভয়ানক খারাপ। মোদির জামানায় রেল, সেল-ভেল থেকে বিএসএনএল সবকিছু বেচে দিচ্ছেন তিনি। ঐতিহ্যের দেশে ভারতবর্ষে মাটির তলের কয়লাও এখন আমাদের হাতের নাগালের বাইরে। সেখানেও একশো শতাংশ বিদেশি বিনিয়োগ করছেন মোদিজি।

তৃণমূল নেত্রী বলেন, ‘প্রতিরক্ষা থেকে শুরু করে ব্যাংক, এলআইসি সব বিক্রি করে দিতে চলেছে এই সরকার। ৩০৩ আসন পেয়ে উনি কেন্দ্রে এতই অহংকারী হয়ে উঠেছেন যে নিজেকে ভারতবর্ষের জমিদার ভাবছেন।যখন যা ইচ্ছা করছেন। না পার্লামেন্টের কথা শুনছেন না আইন ঠিকঠাক মানছেনl বিভিন্ন লাভজনক সংস্থাকে একে একে বিক্রি করে শ্রমিকদের অচলাবস্থা তৈরি করে দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post