News 24 Express |
রাজু ভুইয়া, এক্সপ্রেস ডেস্ক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) মো: আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, , মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল কবির, সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক খাইরুল বশর ঠাকুর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোচ্ছা: ইয়াসমিন আক্তার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ সভাপতি মো: জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন আহমেদ, শিক্ষক নুরে আলম জিকু, , সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
News 24 Express |
এমপি রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা একান্ত প্রয়োজন। দেহের খোরাক খাদ্য আর আত্নার খোরাক বিনোদন, অতএব বিনোদন ও শিক্ষার অংশ বটে। খেলাধুলায় স্বাস্থ্য ও মণকে ভাল রাখে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরত্ব দিয়েছেন, আপনার ইচ্ছা শক্তি, সন্তানের ভবিষ্যত, এছাড়া তিনি আরও বলেন, আমাদের সরকার শিক্ষা বৃদ্ধি করণের জন্য উপবৃত্তি, বিনামুল্য বই বিতরণ, সহ বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজ নির্মাণ করছেন, আসুন সবাই সচেতন হই, শিক্ষার মানবৃদ্ধি করি। ##
রাজু ভুইয়া
০১৭১২৫৯৮৫৭৫
১৬/২/২৩