নাইক্ষ্যংছড়ি সিমান্তে মাইন বিস্ফোরণে ১ জনের বাম পয়ের গোড়ালি উড়ে গেছে

 

News 24 Express 

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ ২৫ ফেব্রুয়ারী ২৩ ইং


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির জামছড়ি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক জন গুরুতর আহত হয়েছে।আহত ব্যক্তির নাম মোঃ গোলাম আকবর (২৫) সে সদর ইউপির জামছড়ি গ্রামের ছৈয়দ আজিম সাওদাগরের ছেলে।

ওয়ার্ড মেম্বার ছাবের আহমেদ জানান,

শনিবার (২৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক আড়াই টার সময় উপজেলার সদরের জামছড়ি সীমান্তের ১১ বিজিবির অধীনস্থ  বিও‌পির ৪৫ নং পিলার এলাকা দিয়ে সে দেশের অভ্যন্তরে

এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বার্মিজ গরু আনার জন্য অবৈধভাবে মিয়ানমারের অনুপ্রবেশ কালে সীমান্তের শূন্য রেখায় এ ল্যন্ড মাইন বিস্ফোরণে তার বাম পায়ের গুরালী উড়ে যায়। এছাড়াও তার শরীরের কয়েকটি স্থানে মারাত্মক জখম হয়। বিষযটি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন নাইক্ষ‍্যংছড়ি থানার ওসি তদন্ত শাহজাহান।


সংবাদ প্রেরক-

মোঃ ইউনুছ মোবাইল নম্বর ০১৮১৫৩৩৫০১৩

Post a Comment

Previous Post Next Post