সুনামগঞ্জের জামালগঞ্জে কোর্টের আদেশ অমান্য ঘরে নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

 



নিউজ টুয়েন্টি ফোর এক্সপ্রেস::


সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামে আদালতের নিশেধাঙ্গা অমান্য করে মজিবুর রহমানের পৈত্রিক জায়গায় জোর পূৃবক মাটি ভরাট ও ঘর তৈরী করে দখলের প্রতিবাদে ও জায়গা উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় চানপুর বাজার সংলগ্ন বাদীর মজিবুর রহমানের দাবীকৃত ভূমির সামনে ভুক্তভোগীদের পরিবারের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। জানাযায়, আট বছর যাবৎ জমি নিয়ে ৫ দফা সালিশি হওয়ার পরও কোন সুরাহা হয়নি ভুক্তভোগির পরিবারের। 


সুনামগঞ্জ সহকারী জজ আদালত (জামালগঞ্জ,সুনামগঞ্জ) স্বত্ব মামলা নং ২৫৮/২০২১ ইংরেজী মজিবুর রহমান বাদী হয়ে অভিযোগ করেন। বিঞ্জ আদালত শোনানী অন্তে সার্বিক পর্যালোচনা করে উভয় পক্ষকে নালিশা তফসিল ভুক্ত ভূমিতে আগামী ০৯/০৩/২০২৩ ইংরেজী পর্যন্ত স্থিতাবস্তা বজায় রাখার জন্য গত ২২/২/২৩ ইংরেজী তারিখে নোটিশ প্রদান করেন। কিন্তু বিবাদী পক্ষ নূরুল হুদা গং আদালতের নির্দেশীত নোটিশ অমান্য করে উল্লেখিত নালিশা তফসিল ভুক্ত ভূমিতে গৃহনির্মাণের কাজ অব্যাহত রাখে। 


এমতাবস্থায় বাদী পক্ষ গৃহ নির্মাণ বন্ধে ৯৯৯ ফোন করা হলে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর পরেই পূনরায় বিবাদী পক্ষ ঘর নির্মাণ কাজ শুরু করে। 


এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বলেন,


কোর্ট থেকে নিশেদাক্ষা অমান্য করে প্রতিপক্ষ ঘর নির্মাণে পায় তারা শুরু করে। এই অবস্থায় এলাকায় চঞ্চল্য সৃষ্টি হয়। অসহায় মজিবুর রহমান কোন উপায় না পেয়ে মানববন্ধন করেন। ভুক্তভোগির পরিবারেরর পক্ষ থেকে বক্তব্য রাখেন, মজিবুর রহমান, আব্দুল আলী, মাজেদা খাতুন, মনোয়ারা বেগম প্রমুখ। বক্তারা বলেন, আমাদের পৈত্রিক ভুমি পাওয়ার জন্য প্রশাসন সহ সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। ##



২৮/২/২৩

Post a Comment

Previous Post Next Post