News 24 Express |
রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী সেলবরষ ইউনিয়নের সেলবরষ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদশর্ন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার সেলবরষ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করা হয়। স্কুল পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার ওসি মো: মিজানুর রহমান, প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, পিএস ইঞ্জিনিয়ার বাবুল আখতার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, প্রবীণ আওয়ামীলীগ নেতা সৈয়দ জুনেদুল হক, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন, সহ সভাপতি মো: জহির উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোবারম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, তাই শিক্ষাকে গুরত্ব দিতে হবে। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তথউন্নন, আমাদের হাওরাঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখা হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন, তাই সকলকে শিক্ষার প্রতি আগ্রহ থাকতে হবে। এর ফলে স্মাট বাংলাদেশ গড়া সম্ভব হবে। আসুন সবাই মিলে শিক্ষার প্রতি গুরত্ব দেন, স্মাট বাংলাদেশ গড়ি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। ##
রাজু ভুইয়া
০১৭১২৫৯৮৫৭৫
২০/২/২৩