সুনামগঞ্জের ধর্মপাশায় শিশুকে বিভাগীয় সম্মাননা শিক্ষা জাতির মেরুদণ্ড

 

News 24 Express 


মোঃ রবি মিয়া, উপজেলা প্রতিনিধি::

শিক্ষা জাতির মেরুদণ্ড এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন এর মাটিকাটা গ্রামের মোঃ জামাল হোসেন এর জৈষ্ট পুত্র মোঃ সাব্বির জামান ইনান (১১) কে বিভাগীয় সম্মাননা প্রধান করা হয়েছে। 

গত ১৩ই মাচ ২০২৩ইং তারিখি জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। 
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর পঞ্চম শ্রেণির ছাত্র " সাব্বির জামান ইনান। কুইজ প্রতিযোগিতা গণিতে প্রথম এবং ইংরেজিতে  দ্বিতীয় অধিকার করে পদক পায় সে।

ইনানের বিষয়ে তার স্কেলের শিক্ষক/শিক্ষিকাদের কাছে জানতে চাইলে তারা বলেন যে ইনান এ র এ সাফল্যের পেছনে শুধু আমরা না বরং সবচেয়ে বেশী অবদান তার মা/বাবার ।

শুধুমাত্র তাই নয় বরং ইনান খুব মেধাবী ও বিচক্ষণ সে যা দেখবে তাই শিখবে, তার মধ্যে নেতৃত্ব সম্পন্ন গুণাবলী আছে । তার শিক্ষকরা আরো বলেন যে সেযেন রাষ্ট্রীয় পদক পায় এই আশা ও তার সামনে এগিয়ে যাওয়ার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।##






Post a Comment

Previous Post Next Post