ধর্মপাশায় শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন- এমপি রতন

 

News 24 Express 


রাজু ভূঁইয়া, নিউজ ডেস্ক রিপোর্ট  ::


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।  মঙ্গল দুপুর ১ টায় ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন সহ সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্টিত হয়। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই শিক্ষাকে গুরত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ৫২ বছর আগে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে, সেই ডাকে সাড়া দিয়ে এক মহাজাগরণ শামিল হয়ে ইতিহাসে বাঙ্গালীর শ্রেষ্ট সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিল, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মজান স্বাপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সেই সাথে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু পরিবার ও বীর শহীদদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। ##



রাজু ভূঁইয়া 

নিউজ ডেস্ক রিপোর্ট 


৭/৩/২৩

Post a Comment

Previous Post Next Post