ধর্মপাশায় ভূমি দস্যুর দখলে কৃষকের জমি ও মারধর এর হুমকি

 

News 24 Express

নিউজ এক্সপ্রেস ডেস্ক::


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৩নং পাইকুরাটি ইউনিয়নের বাসিন্দা মো সোহেল মিয়া পিতা মৃত আব্দুল ওহেদ, বমলহাটি গ্রামে তার ৫১ শতাংশ জমি ভূমি দস্যুর দকলে।


বাদি মো সোহেল মিয়া বলেন যে আমার ৫১ শতাংশ জমি জোর জবরদস্তি করে দকল করে নিয়েছে ভূমি দস্যু মো রতন মিয়া ও মো সাদেক মিয়া উভয় পিতা মৃত আব্দুল মালেক। 


কয়েক বার গ্রাম্য আদালতে বাদি ও বিবাদী গণকে সমাধানের জন্য ডাকা হলে বিবাদী সাদেক মিয়া ও রতন মিয়া গ্রাম্য আদালত অবমাননা করে।

এ বিষয়ে ২৭/০৪/২০২৩ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ধর্মপাশা সুনামগঞ্জ এর শাখায় একটি আবেদন দেওয়া হয়েছে। 

News 24 Express 

৩নং পাইকুরাটি ইউনিয়ন এর চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন বিবাদী সাদেক মিয়া ও রতন মিয়া উভয় দাঙ্গাবাজ প্রকৃতির, পর-সম্পদ লোভী, ক্ষমতা বান লোক। আমি কয়েক বার ছেয়েছি সমাধান করতে কিন্তু বিবাদী সাদেক ও রতন আমার ডাকে সাড়া দেয়নি। 


সোহেল মিয়া বলেন আমার জমিতে আমি চাষাবাদ করতে গেলে তারা আমাকে মারধর এর হুমকি দেয়। 

এমতাবস্থায় আমি গত পয়লায় মে ০১/০৫/২০২৩ইং তারিখে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দায়ের করি।


এমতাবস্থায় ধর্মপাশা থানার ডিউটি অফিসার মো সোহেল আহমদ এর সাথে কথা বলল্লে তিনি বলেন আমি সরজমিন এ বিষয়টি নিয়ে দেখেছি এবং বাদি ও বিবাদী গণকে সঠিক কাগজ পত্র দিয়ে জমির মালিকানা নির্দারন করা হবে বলে তিনি জানিয়েছেন। 


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন বিবাদী সাদেক ও রতন কে আইনের আওতায় এনে সঠিক শাস্তি দানের দাবি করেন। 


০২/০৫/২০২৩ইং

Post a Comment

Previous Post Next Post