মধ্যনগরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে- এমপি রতন

 

News 24 Express 

রাজু ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি::


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১ টায় উপজেলার খাদ্য গুদামের সামন হতে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।


সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা জহিরুল হক,  মৎস্যজীবী লীগের আহবায়ক মো: রহুল আমিন খান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভাল থাকলে দেশ ভাল থাকবে আর দেশ ভাল থাকলে আমরা ভাল থাকব। সবারর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। ##


রাজু ভূঁইয়া 

১৭/৫/২৩

Post a Comment

Previous Post Next Post