News 24 Express |
নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্মিত শিক্ষক মিলনায়তন এর শুভ উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার সকাল ১১ টায় ধর্মপাশা উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্মিত ভবণ শুভ উদ্ভোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন,সভাপতিত্ব করেন ধর্মপাশা-১ নং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাজাহান কবির, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,ধর্মপাশা উপজেলা নিবার্হী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস সহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, এই সরকারের প্রায় ৩৪ প্রকার উন্নয়ন করে আসছেন। তাছাড়া তিনি আরও বলেন, হাওরাঞ্চল এখন শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। ##
৩/৬/২৩