সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::
গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী -২০২৩ উদযাপন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক জামালগঞ্জ এরিয়ায় সুনামগঞ্জ যোন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন। মঙ্গলবার বিকাল ৪ টায় জামালগঞ্জ এরিয়া অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ শাখার ম্যানেজার মো: আব্দুল বারি।
প্রোগ্রাম অফিসার ভাগবত চন্দ্র সরকার এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ যোন এর যোনাল ম্যানেজার মো: মোশারেফ হোসেন।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন,
যোনাল অডিট অফিসার মো: নজরুল ইসলাম সরকার, এরিয়া ম্যানেজার নির্মল কুমার দে সরকার সহ অফিসার বৃন্দ। প্রধান অতিথি
বলেন, আপনার কাজকে স্যালুট করুন, সবাই আপনাকে স্যালুট করবে, লালের বিরুদ্ধে লড়বে, সবুজ যোন গড়বে। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলাও সেপটেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বৃক্ষরোপন কর্মসূর্চী অব্যাহত থাকবে। ##
২০/৬/২৩