ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্প২ এর ঘর পাচ্ছেন ২০টি ভূমিহীন পরিবার

 

News 24 Express 

রাজু ভূঁইয়া, নিউজ ডেস্ক ::


সুনামগঞ্জের ধর্মপাশায়  প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প২ এর আওতায় নতুন ঘর পাচ্ছেন আরো ২০ টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার। 


মঙ্গলবার ৮ আগষ্ট  ১২:৩০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে  উপজেলায় ২০ টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। ইতিমধ্যে ভূমিহীনদের জন্য টিনসেড পাকা ঘর তৈরি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

৯ আগষ্ট প্রধান মন্ত্রী  শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে 

 এসব ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্থান্তর করবেন। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। 


এ সময় উপস্তিত ছিলেন,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব সরকার,,ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক জুবায়ের পাশা হিমু, গিয়াস উদ্দিন রানা,  নূর রহমান তুষার,সেলিম, রাজুু ভূঁইয়া, শাকিন শাহ,রবি, সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।##

Post a Comment

Previous Post Next Post