পুঠিয়ার ধোপাপাড়ায় ২১ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে পুলিশ আটক করেছে

 

News 24 Express 

সিহাবুল আলম সম্রাট,বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী::

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ ২১ পিস ইয়াবা সহ মিঠুন আলী নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে।

১৬ আগস্ট ২০২৩(বুধবার )থানার অভিযানিক চৌকস দল পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার থেকে গ্রেপ্তার করে ওই মাদক ব্যবসায়ীকে।

জানাযায় ভালুকগাছি কোনাপাড়ার মৃত হুজুর আলীর ছেলে মিঠুন আলী (৩৫) ২১ পিস ইয়াবা সহ ধোপাপাড়া বাজারে তার কাছে থাকা মটর সাইকেলের সিটের নিচে ইয়াবা নিয়ে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল এসে, অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে মিঠুনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন পুঠিয়া থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পুটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফারুক হোসেন বলেন, "গোপন সংবাদের ভি্তিতে আমরা জানতে পারি যে ধোপা পাড়া বাজারে কেউ একজন ইয়াবা নিয়ে অবস্থান করছে পরে আমরা সেখানে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাই এবং মিঠুন আলী নামের এক ব্যক্তির কাছে মোট ২১ পিস ইয়াবা পেলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।##

News 24 Express 

Post a Comment

Previous Post Next Post