পরীর সঙ্গে ফের একত্রিত হচ্ছেন রাজ

News 24 Express 

বিনোদন এক্সপ্রেস ডেস্ক 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। নেটিজেনরা ধারণা করেছিলেন বিচ্ছেদ হতে যাচ্ছে তাদের। তবে বিচ্ছেদের সেই গুঞ্জন মিথ্যা করে দিয়ে ছেলেকে সাথে নিয়ে ফের এক ফ্রেমে দেখা গেল তাদের।

বুধবার (১৭ আগস্ট) রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন এই ঢালিউড দম্পতি; যার বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, একসঙ্গে বসে হাস্যরস করছেন রাজ-পরী। আবার একটি ছবিতে দুজন দুজনকে জড়িয়ে ধরতেও দেখা যায়। সবগুলো ছবিতেই হাস্যোজ্জ্বল ছিলেন এই দম্পতি। ওই অনুষ্ঠানে একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন উপলক্ষে কেক কাটেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র প্রথম জন্মদিন পালন করেন পরীমণি। তবে জন্মদিনের উৎসবে ছিলেন না রাজ্যের বাবা শরীফুল রাজ। কেননা বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন চলছিল। ফলে অনেকেই ধারণা করছিলেন, রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না। তবে নেটিজেনদের সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে।

Post a Comment

Previous Post Next Post