সুনামগঞ্জের ধর্মপাশায় একটি বসত ঘর আগুনে পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি প্রশাসনের সহায়তা প্রধান

News 24 Express 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের ধর্মপাশার সদর ইউনিয়নের ধর্মপাশা কলেজ রোডের  একটি হাফবিল্ডিং বাসায় আগুন লেগে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আজ মঙ্গলবার সকালে সেই  অসহায় পরিবারের হাতে দশ হাজার টাকা তুলেদেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৪ টার সময় ধর্মপাশা কলেজ রোডের বিমল চন্দ্র সিংহ এর একটি হাফ বিল্ডিং বাসায় খরির চুলায় আগুনের সূত্র পাত হয়ে পাশে পাটকাটি ছিল সেখান থেকে পুরু ঘর আগুন ছড়িয়ে পড়ে, আগুন নিভাতে না পাড়ায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

আজ বিমল চন্দ্র সিংহ এর হাতে তাত্ক্ষণিক ভাবে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার। এ সময় উপস্থিতি ছিলেন, সুনামগঞ্জ জেলার সাংবাদিক বৃন্দ ও ধর্মপাশা উপজেলার এম এম এ রেজা পহেল,আরিফ খান, শাকিন শাহ,রবি সহ মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আনন্দ মহন তালুকদার, ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসের অফিস সহকারী রতন সরকার প্রমুখ।## 

০৫/০৯/২০২৩ইং

News 24 Express 

Post a Comment

Previous Post Next Post