ধর্মপাশায় বিশেষ অভিযানে ২৬ বোতল হোইসকি ৮০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

 

News 24 Express 

ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা ২৬ বোতল হোইসকি সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মোহাম্মদ মিজানুর রহমান,অফিসার ইনচার্জ, ধর্মপাশা থানা, সুনামগঞ্জ এর নির্দেশক্রমে এসআই(নিঃ)মোঃ আব্দুস সবুর মিয়া, এসআই(নিঃ) শামীম কবির, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালিন মাদক উদ্ধার ও চোরাচালান রোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৮০০ (আটশত) গ্রাম গাঁজা সহ আসামি বাবুল মিয়া (৫০),পিতা-মৃত মকবুল হোসেন ওরফে মগল হোসেন, গ্রাম হলিদাকান্দা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এবং  ২৬ বোতল AC BLACK WHISKY সহ আসামি মোঃ শাহ আলম(৩০), পিতা-মৃত অলেক মিয়া, গ্রাম সরিষাকান্দা, ইসলামপুর, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান বলেন, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে। #

News 24 Express HD

Post a Comment

Previous Post Next Post