News 24 Express |
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৫০ শস্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এর ল্যাবরেটরী, আট্রাসনোগ্রাম, টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার সকাল ১১ টায় শুভ উদ্ভোধন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, এএসপি সার্কেল আলী ফরিদ,
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মোসতানশির বিল্লাহ, ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, আমাদের সরকার উন্নয়নের সরকার। প্রায় ৪৩ প্রকার উন্নয়ন হয়েছে যাহা দৃশ্যমাণ বটে। হাওর বাসীর স্বপ্ন পুরণে উড়াল সেতু নির্মাণ হবে। যাহা নেত্রকোণা টু সুনামগঞ্জের যোগাযোগ বৃদ্ধি পাবে। আগামী নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। ##
সাইফ উল্লাহ
০১৭১২৪৫১৪৪৬
৭/৯/২৩