News 24 Express |
সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অধ্যক্ষের যানাজার নামাজে অংশ গ্রহণ করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল/অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন সাহেবের আত্মার মাগফেরাত কামনা করেন হাওর বন্ধু, উন্নয়নের রুপকার, তিনবারে এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি মরহুমের যানাজার নামাজে অংশ গ্রহণ করেন। জানাযায়, অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে তার বয়স ৫৮ বছর, তিনি ৬ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। ইন্নানিলাহির--- রাজিউন। মরহুমের আত্নার মাখফেরাত কামনা করেন। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এমপি রতন, মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেন। তিনি আরও বলেন, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই আল্লাহুর প্রতি অনুগত হওয়া ও শুকরিয়া আদায় করা প্রত্যেক মমিন মুসুলমানদের কর্তব্য। ##
সাইফ উল্লাহ
০১৭১২৪৫১৪৪৬
২৪/৯/২৩