"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইল্লাইহি রাজিউন"

 

গভীর শোক প্রকাশ করছি 
         "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইল্লাইহি রাজিউন"

একটি শোক সংবাদ রাজনগর গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজিমউদ্দীন এর পিতা 'হাজী মোঃ 'মওলা' হোসেন তালুকদার' গত রাত্রি ০১.০০AM ঘটিকায় ০৯ই জানুয়ারী ২০২৪ইং উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যু কালিন উনার বয়স হয়েছিল ৮০/বছর (আশি বছর) হাজী মোঃ মওলা হোসেন তালুকদার জীবদ্দশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি ছিলেন। 

আর তাই উনার জীবদ্দশায় যদি কারও মনে জানায় অনজানায় কোন রকম কষ্ট দিয়ে তাকেন তাহলে মরহুম কে আল্লাহ ওয়াস্তে মাফ করবেন। 

'মরহুমের জানা জার নামাজ অদ্য ০৯ই জানুয়ারী ২০২৪ইং সকাল ১০.৩০মিনিটে উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

উক্ত জানা জার নামাজে শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন। 

সাং নেত্রকোনা জেলা, কলমাকান্দা থানা,বড় কাফন ইউনিয়ন এর রাজনগর গ্রাম নিবাসী। 

      "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইল্লাইহি রাজিউন"


Post a Comment

Previous Post Next Post