News 24 Express |
আনুষ্কা,স্টাফ রিপোর্টার::
প্রথমবার নির্বাচনে লড়েই জয়।তাঁর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন পরিবারের নিকটাত্মীয়রাই। কিন্তু যাবতীয় সমালোচনার জবাব দিয়ে দিলেন রিভাবা জাদেজা। প্রথমবার ভোটে দাঁড়িয়েই ৮৩ হাজারের বেশি ভোট পেলেন জামনগর উত্তরের বিজেপি প্রার্থী। নিকটতম প্রতিদন্দ্বীর থেকে ৫০ হাজারেরও বেশি ব্যবধানে জয় পেয়েছেন তিনি।টিম ইন্ডিয়ার ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন রিভাবা। লোকসভা নির্বাচনে টিকিট না পেলেও বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পান। প্রসঙ্গত জামনগর বিধানসভা এলাকায় নাগরিকদের জন্য একাধিক কাজ করেন রিভাবা। তাঁর কাজে খুশি হয়েই বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি। এই কেন্দ্রের বিধায়ক ধর্মেন্দ্র সিং জাদেজাকে সরিয়ে রিভাবাকে প্রার্থী করা হয়। তবে প্রচারে নেমে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রিভাবা। তাঁর প্রচারে জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল রবীন্দ্র জাদেজাকে। সেই ঘটনা ঘিরে আক্রমণে সরব হন বিরোধীরা। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে রিভাবার বিরুদ্ধে। এদিকে, পরিবারের নিকটাত্মীয়দের তোপের মুখেও পড়তে হয় রিভাবাকে। দীর্ঘদিনের কংগ্রেসি জাদেজা পরিবারের সদস্য হয়ে রিভাবার বিজেপিতে যোগদানের বিষয়টি মেনে নিতে পারেননি ক্রিকেটারের পরিবার। প্রকাশ্যেই ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন জাদেজার দিদি নয়না। তবে ইভিএমে সমস্ত অভিযোগের জবাব দিলেন রিভাবা। প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে বিধায়ক নির্বাচিত হলেন তিনি।