গুজরাটে জিতলেও অন্যান্য রাজ্যের ফলে অস্বস্তি বিজেপিতে

 

News 24 Express 

আনুষ্কা;স্টাফ রিপোর্টার;;

গুজরাটে গেরুয়া দখল আরও জোরদার হলেও অন্যান্য রাজ্যের ফল খুব একটা স্বস্তিতে রাখল না বিজেপিকে। গুজরাট(Gujrat) এবং হিমাচলের বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের আরও পাঁচটি রাজ্যে উপনির্বাচন হয়েছে। কিন্তু সেই আসনগুলোতে বিজেপির ভাল ফলের ইঙ্গিত মেলেনি। হিমাচল প্রদেশেতো এবার ক্ষমতাই হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। এমনকি উত্তরপ্রদেশেও বিজেপির যথেষ্ট খারাপ ফল হয়েছে। উত্তরপ্রদেশের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছি‌ল। যার একটিতে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় লোক দল, অন্যটিতে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি।

খাটাউলি বিধানসভা উপনির্বাচনে রাষ্ট্রীয় লোকদলের মদন ভাইয়া এগিয়ে রয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির রাজকুমার সাইনির সাথে। অন্যদিকে রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির মহম্মদ অসীম রাজা এগিয়ে। মৈনপুরী লোকসভা কেন্দ্রে মুলায়ন সিং যাদব মারা যাওয়ার পর এই আসনে উপনির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়ে। এবং এই আসনে অখিলেশ যাদবের পত্নী ডিম্পল যাদব দাঁড়িয়েছেন। আর প্রথমবারেই তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২ লক্ষ ভোটে এগিয়ে। অন্যদিকে ওডিশার দিকে তাকালে দেখা যাচ্ছে, একটি আসনের উপ নির্বাচনে বিজু জনতা দল এগিয়ে গিয়েছে বিজেপিকে পেছনে ফেলে। ছত্তিশগড়েও কিন্তু বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস।রাজস্থানেও সর্দারশহর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। গুজরাটের পর একমাত্র বিহারে উপনির্বাচনে বিজেপি কিছুটা মুখ রক্ষা করেছে। বিহার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কেদারপ্রসাদ গুপ্ত এগিয়ে। অন্যান্য রাজ্যের কথা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত বিজেপি নেতারা কোনো প্রতিক্রিয়া দেন নি, কারণ প্রত্যেকের মুখেই এখন গুজরাটের কথা। কার্যত আগামী লোকসভা নির্বাচনের আগে গুজরাট বিধানসভা নির্বাচনে জয় পাওয়া বিজেপির কাছে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এর ফলে যথারীতি বিজেপির আত্মবিশ্বাস বাড়বে। তবে নিঃসন্দেহে বলা যায়, গুজরাট বিধানসভার নির্বাচনে গেরুয়া ঝড় উঠেছে। নিরঙ্কুশ জয় পাচ্ছে বিজেপি গুজরাটে। কিন্তু শুধু গুজরাটেই কী আটকে থাকছে বিজেপি? এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে উঠছে।

Post a Comment

Previous Post Next Post