আসরাফ উদ্দিন হিল্লোল,মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় মধ্যনগর থানা এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসআই সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় অফিসার এএসআই, আব্দুল আজীম, এএসআই,মোঃ এবাদুর রহমান, কনস্টেবল শিবুল বিশ্বাস, মোশাহিদ মিয়াসহ মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপির অন্তর্গত চান্দালীপাড়া গ্রামের আসামী মোঃ সাদিকুল ইসলাম (৫০), পিতা-মৃত ছাবির মড়ল এর বসত বাড়ি সংলগ্ন লেবু বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাদিকুল ইসলাম (৫০), পিতা-মৃত ছাবির মড়ল, ২। লালন মিয়া (২৮), পিতা-মোঃ রশিদ মিয়া, ৩। মোঃ আলী হোসেন (৩৫), পিতা-মৃত কাশেম আলী, সর্ব সাং-চান্দালীপাড়া, ৪। মোঃ মাহাবুর মিয়া (২২), পিতা-মোঃ সবুজ মিয়া, সাং-হামিদপুর, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদের হেফাজত হইতে ০৯ (নয়) কেজি গাঁজা ১৫/১২/২০২২ খ্রিঃ তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকা সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার এএসআই,মোঃ ফরিদ উদ্দিন মুন্সি, কনস্টেবল মোঃ তাওহিদুল ইসলাম, মোঃ জাহিদ হাসান মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপির অন্তর্গত হামিদপুর গ্রামের জনৈক আব্দুর রউফ (৫০), পিতা-মৃত হাজী আব্দুল বারি এর সরিষা ক্ষেতে বিশেষ অভিযান করিয়া ধৃত আসামী ১। শাকিল মিয়া (২২), পিতা-মোঃ সুমন মিয়া, ২। মিটন মিয়া(১৯), পিতা-মোঃ লাল চাঁন মিয়া উভয় সাং-হামিদপুর, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদের হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা ১৫/১২/২০২২ খ্রিঃ তারিখ ভোর ০৬.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে বর্ণিত আসামীদের বিরুদ্ধে পৃথক ০২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া অদ্য ১৫/১২/২০২২ খ্রিঃ তারিখ অপরাহ্নে আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
১৫/১২/২০২২
আসরাফ উদ্দিন হিল্লোল
০১৭১৬৬৬৭৪৭৭