News 24 Express |
প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত ‘মায়াকুমারী’ ছবির টিজার। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উপলক্ষে পরিচালক অরিন্দম শীলের( শ্রদ্ধার্ঘ্য।মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি মায়াকুমার।প্রকাশ্যে এল ছবির টিজার(।মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়,ঋতুপর্ণা সেনগুপ্ত।ছবিতে রয়েছেন রজতাভ দত্ত,অরুণিমা ঘোষ,ইন্দ্রাশিস রায়ে মতো তারকা।১৩ জানুয়ারি বড়পর্দায় আসছে মায়াকুমারী।তবে তাঁর আগে ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার।
২০২০সালে করোনাকালের আগেই মায়াকুমারী-র আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন পরিচালক অরিন্দম শীল।একাধিক ব্যোমকেশ সিরিজের ছবির মতো এই ছবিতেও আবির চট্টোপাধ্যায়কে মুখ্যচরিত্রে কাস্টিং করেছেন পরিচালক।ছবির গল্প স্বর্ণযুগের এক নায়িকা মায়াকুমারী-কে নিয়ে।যে চরিত্রে ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আধুনিক সময়ে সেই নায়িকার বায়োপিক তৈরি হচ্ছে টলিপাড়ায়।সুচিত্রা সেনের নামের সঙ্গে যেমন ওতঃপ্রোত ভাবে জড়িয়ে থাকে উত্তম কুমারের নাম।ঠিক তেমনই মায়াকুমারীর সঙ্গে জুড়ে থাকেন তাঁর বহু ছবির নায়ক কানন।যে যাঁরা জনপ্রিয় মায়াকানন জুটি নামেই।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একাধিক গান।প্রকাশ্যে এসেছে মায়াকুমারী-র টিজারও।তবে ছবির গল্পের পাপড়ি সম্পূর্ণ খোলেননি পরিচালক অরিন্দম শীল।আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে মায়াকুমারীর ট্রেলার।ছবির গল্পের বাকি খানিক রহস্য উন্মোচিত হবে ট্রেলারেই।আজ ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসবে,এমনটাই জানিয়েছেন মায়াকুমারী ঋতুপর্ণা সেনগুপ্ত।