News 24 Express |
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় আজ ২৬শে ডিসেম্বর উপজেলা প্রশাসন এর উদ্যোগে মাদকদ্রব্য অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোমার লক্ষে এক কর্মশালার আয়োজন করেছে, উপজেলা প্রশাসন এর উদ্যোগে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ হাসান খান উপজেলা নির্বাহি কর্মকতা,
বিশেষ অতিথি বিজন কুমার তালুকদার, অদক্ষ মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ, জনাব জাহিদুল হক অফিসার ইনর্চায মধ্যনগর থানা, সঞ্জীব তালুকদার টিটু চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ, আওয়ামিলীগ নেতা মোস্তাক আহমেদ মধ্যনগর উপজেলা।
এছাড়াও স্থানীয় প্রশাসন, জন সাধারণ, সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন যে মাদক নিরাময়ে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।
এবং বক্তারা এসময় আরও বলেন যে প্রশাসন এর একার পক্ষে সম্ভব না সবার সম্মিলিত সামরিক চেষ্টা য় মাদক নিরাময় সম্ভব।
যেখানে ই মাদক সেখানে ই হবে তার প্রতিকার, ইউনু নাহিদ হাসান খান উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মাদক নিরাময়ে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।