জামালগঞ্জে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

 



সাইফ উল্লাহ, সম্পাদকীয়::

আত্নশক্তি বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র হতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গ্রাম উন্নয়ন দল (ভিডিটি) এর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর বাজারে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। আয়োজনে- দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ। আবুরহাটি গ্রাম ও চানপুরের গ্রামের গ্রাম উন্নয়ন দলের সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আবুরহাটি গ্রাম উন্নয়ন দলের সভাপতি মোফাচ্ছেল হোসেন। চানপুর গ্রামের ভিডিটি কমিটির সাধারণ সম্পাদক শান্তি বেগম এর সঞ্চালনায়, প্রধান অতিথি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ, ভিডিটি কমিটির সাধারণ সম্পাদক জুলেখা বেগম, প্রশিক্ষক আলী আজগর সহ প্রমূখ। প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন, আত্নশক্তি বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র হতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। যাতে করে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্ন কর্ম সংস্থান সৃষ্টি হয়। এতে করে জীবনমান উন্নয়ন হবে, পরিবারের পাশাপাশি নিজেও কিছু অর্থ উৎপাজন করতে পারবে। তিনি সকলে শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন। ##



সাইফ উল্লাহ


০১৭১২৪৫১৪৪৬


১৫/১২/২২

Post a Comment

Previous Post Next Post