News 24 Express |
নিউজ এক্সপ্রেস ডেস্ক ::
সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঐতিহ্যবাহি সেলবরষ ইউনিয়নের সফল চেয়ারম্যান নুর হোসেন সাহেবের সুযোগ্য পুত্র ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাকির হোসেন সাগর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা।
সাগর আরও বলেন, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সবশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।##
রাজু ভূঁইয়া
২১/৪/২৩