হাওর বন্ধু কানাডা সফরে দেশ চারলেন

News 24 Express

নিউজ টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডেস্ক ::


হাওর বন্ধু কানাডা সফরে দেশ চারলেন 

আলহামদুলিল্লাহ।। 

সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি মেহেরবান ও পরম দয়ালু।  

অদ্য রাত ০৩:০০ ঘটিকায় পারিবারিক সফরে কানাডা প্রবাসী স্ত্রী ও সন্তানাদির সাক্ষাৎ এর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন ভাটি জনপদের আলোকবর্তিকা "হাওর বন্ধু" খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এমপি। এমপি মহোদয়ের দীর্ঘ ভ্রমণ ও সু দীর্ঘ  যাত্রা পথ সুন্দর ও আনন্দদায়ক হউক। সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post