![]() |
News 24 Express |
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ঘটনাস্থলের সামনে দাঁড়িয়ে বিলাপ করে দোকানি শরীফ মিয়া বলেন,রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে জীবনের সব পুঁজি শেষ হয়েছে গেছে।
বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এই মার্কেটটিতে ছয়টি কাপড়ের দোকানের মালিক মো. স্বপন। তিনি জানান, ঈদ উপলক্ষ্যে প্রায় কোটি টাকার মালামাল দোকানগুলোতে উঠিয়েছিলাম। কিছু মালামাল বের করে আনতে পারলেও বাকি সব মালামাল পুড়ে গেছে, আমার সব শেষ।
শুধু স্বপন নয়, আগুনে সব পুড়ে গেছে আরও অনেক ব্যবসায়ীর। তারাও তার মতো দূরে দাঁড়িয়ে বিলাপ করছেন।
বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৬টি ইউনিট। তাদের সাথে যোগ দিয়েছেন বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় আহত হয়ে ফায়ার সার্ভিসের মোট ৪জন এবং দোকানিদের ৬ জন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এসেছেন।