News 24 Express |
নিজস্ব প্রতিনিধি (রজত রায়):
সুকন্যার বিরুদ্ধে এবার আয়ের হিসাব বহির্ভূত সম্পত্তি থাকা অভিযোগ উঠেছে। তবে সেই বিষয় নিয়েই এবার মুখ খুলেছে বীরভূমের বাসিন্দা সুতপা যিনি অনুব্রত মণ্ডলের মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী। তিনি জানিয়েছেন যে তার চিকিৎসার সমস্ত খরচ করতেন তার বান্ধবীর বাবা অনুব্রত। অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের গ্রেপ্তারির পর কান্নায় ভেঙে পড়েছেন তার বান্ধবী সুতপা।তিনি জানান, যেন তাকেও গ্রেফতার করা হোক তাহলে তারা একসাথে থাকতে পারবেন। সুকন্যা মণ্ডলের বান্ধবী সুতপা শারীরিকভাবে অসুস্থ এবং তার চিকিৎসার যাবতীয় খরচা চালাতেন তার বান্ধবী এবং অনুব্রত। সুকন্যাকে গ্রেপ্তার করার পর কাঁদতে কাঁদতে সে কথাই জানালেন সুতপা।সুকন্যা ইডির হেফাজতে রয়েছেন বুধবার রাতে তাকে জামা কাপড় দিতে গিয়েছিলেন সুতপা এবং সেখান থেকে বেরিয়ে আসার পরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এ কেঁদে কেটে তিনি এই কথা বলেন। তিনি জানান সুকন্যা এবং তিনি বেশিরভাগ সময়েই একসাথে থাকতেন।
থাকতেন।
সুকন্যার গ্রেপ্তারির পর তিনি একা ছিলেন যিনি রাতে দেখা করতে গিয়েছিলেন এবং জামাকাপড় দিতে এসেছিলেন। সেই সময় কাঁদতে কাঁদতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতপা জানান,” আর কিছু করার নেই, এবার ও একা হয়ে গেল আর আমিও। ওর পাশে দাঁড়ানোর কেউ নেই। ওর মা চলে গিয়েছে। আমি এখন কি করবো? নিজের চিকিৎসা করার সামর্থ্য নেই”।
একুশের নির্বাচনের সময়েই অনুব্রত মণ্ডলের স্ত্রীর মৃত্যু হয়। গত আগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন তারপর থেকে সুকন্যা একই থাকতো, সেই সময় পাশে ছিলেন তার বান্ধবী সুতপা।
ইতিমধ্যেই সুকন্যার গ্রেপ্তারির পর তিনি ভেঙে পড়েছেন। এরকম পরিস্থিতিতে পাশে নেই অনুব্রতর দাদাও। এমনকি ভাইজি পর্যন্ত দেখতে যাননি