News 24 Express |
অনামিকা,নিজস্ব প্রতিনিধি::
ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভকে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ, এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়।
পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতি।
অশান্তির আশঙ্কা করে পুলিশ আগেই তিনটি ব্যারিকেড দিয়েছিল অভিযোগ প্রথম ব্যারিকেড ভাঙার পরে পুলিশের দিকে উড়ে আসে ইট-পাথর। মুহুর্তেই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। জ্বালিয়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানা। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জের পাশাপাশি, কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে। কালিয়াগঞ্জের বায়রা কালীবাড়ি এলাকা প্রায় দখল করে নেয় জনতা। ছাত্রী খুনের ঘটনায় উঠেছে সিবিআই তদন্তের দাবী। বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে পুলিশকে অনেক হিমশিম খেতে হয়, কালিয়াগঞ্জ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।
অপরদিকে, কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবারই রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও করে বিজেপি। এদিনই ময়নাতদন্তে রিপোর্টে জানা যায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। কি ধরণের বিষক্রিয়ায় মৃত্যু, তা জানতে নমুনা ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। গোটা ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট।
উল্লেখ্য, গত চারদিন আগেও
একই চিত্র দেখা গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। পরের দিন অর্থাত্ শুক্রবার সকালে একটি পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত নাবালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এই বছর। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই অভিযোগ ওঠে এবং প্রতিবাদে রাস্তায় নামে স্থানীয় বাসিন্দাদের একাংশ।
দোষীদের শাস্তির দাবীতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পুলিশ মৃতদেহ নিতে গেলে বাধা দেন বিক্ষোভকারীরা। দু'পক্ষের খণ্ড-যুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এদিন ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ