News 24 Express |
রাজু ভূঁইয়া, নিউজ ২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়ন এ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর আওতায়, সমৃদ্ধি কর্মসূচি পদক্ষেপ (৩৯) তম স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৭/০৬/২০২৩ইং রোজ শনিবার সমৃদ্ধি কর্মসূচীর আওতায় সুরমা ব্রাঞ্চের ৩৯ তম স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানঃ ভৈষাড়পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ২৭০ জন রোগীর মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব, বিশ্বজিত দাস,, সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার, সুনামগঞ্জ এরিয়া, সুরমা ইউনিয়ন ৯ং ওয়ার্ড এর মেম্বার জনাবঃ মোর্শেদ মিয়া। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ বাদল হোসেন, সমন্বয়কারী, সুরমা ব্রাঞ্চ, মোঃ জাহেদুল ইসলাম, সামাজিক উন্নয়ন কর্মকর্তা ও জাকির হোসেন পাবেল,উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, এবং স্বাস্হ্য কর্মকর্তা, সনেট রায়, দীপংকর মালাকার প্রমুখ উপস্হিত ছিলেন।##