ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়োগ দূর্নীতি নিয়ে প্রতিবাদের কারনে বাতায়ন24 এর সম্পাদক কাশেম পাটোয়ারীকে হুমকির প্রতিবাদ

 

News 24 Express 

বিশেষ প্রতিনিধি,মতলব উত্তর :


দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রধান বার্তাসম্পাদক, বাতায়ন ২৪. কম এর সম্পাদক, মতলব প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলার বানী পত্রিকার সাবেক নিজস্ব সংবাদদাতা ও সিনিয়র সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারীকে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার সহকারি পদে নিয়োগে অনিয়ম ও দূর্নীতি নিয়ে ফেসবুকে প্রতিবাদমূলক পোষ্ট করার কারনে রুবেল সরকার নামে পশ্চিম ইসলামাবাদের একজন ফেসবুক মন্তব্যে মারার হুমকি দেয়।

গত শুক্রবার বৃহস্পতিবার সিনিয়ার সাংবাদিক ও সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী তার ফেসবুকে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের অনিয়ম নিয়ে প্রতিবাদমূলক পোষ্ট দেন আর তাতে Rubel Sarkar নামে এক ব্যক্তি প্রথমে কটুক্তি করে বিতর্ক সৃষ্টি করে এবং পরবর্তিতে মারার হুমকী দেন ও বাজে শব্দ ব্যবহার করে গালি দেয়।

এরপর রুবেল সরকার বলেন,কাশেম পাটোয়ারী কে মারার ও বাজে ভাবে গালি দিয়ে কথা বলে এবং পরে তাকে ব্লক করে দেয় যাতে খুজে পাওয়া না যায়।

বিশ্বস্থ সূত্রে জানা গেছে, রুবেল সরকার বিভিন্ন স্থানে বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম মোহনের ভাতিজা হিসাবে নিজেকে পরিচয় দেয়।

এই ধরনের হুমকি ও বাজে ব্যবহারের কারনে বাতায়ন24 পরিবার সহ সূধীজনারা সঙ্কিত যে এসব কথা বলতে পারে সে তো আরো মারাত্মক কোন ঘটনা ঘটাতেও পিছপা হবে না।

এই বিষয়ে মতলবের বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন।

ঘটনা শোনার পর পর মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারীর খোজ নেন এবং সমবেদনা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

মতলব দক্ষিন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ঘটনা জেনে বলেন, এটা সত্যি লজ্জাজনক ঘটনা যেখানে জননেত্রী সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার উপর অবাধ স্বাধীনতা দিয়েছে, সেখানে এই ধরনের ঘটনা সত্যি নিন্দনীয়। এই ঘটনার তিব্র নিন্দা ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রিয় নেতা আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী তার বিবৃতিতে বলেন,যেখানে সাংবাদিকতাকে জননেত্রী শেখ হাসিনা অবাধ স্বাধীনতা দিয়েছেন সেখানে এমন ন্যাকারজনক ঘটনা তাও আবার মতলবের একজন সিনিয়র সাংবাদিক ও সাবেক ছাত্র নেতার সাথে এটা সত্যি লজ্জা ও ঘৃণার বিষয়। যে বা যারা এতে জড়িত আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

রুপসী বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

দেশবরেণ্য বিশিষ্ট লেখক, গবেষক ও মাউশির পরিচালক অধ্যাপক ড. মান্নান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সংবাদ আর সাংবাদিকতা সমাজের তৃতীয় চোখ আর তা যখন হুমকীর মুখে পড়ে এটা সবার জন্য বিপদজনক ও লজ্জার। আমাদের মতলবে একজন সজ্জল ও সূধী ব্যক্তি হিসাবে সিনিয়র সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী বেশ জনপ্রিয় একজন। আর কে বা কারা তাকে এমন হুমকী দেয় তা দ্রুত খোজ নিয়ে আইনের আওতায় আনা উচিত। 

ঘটনা জানার পর ফোন করেন, মতলব দক্ষিন এর সিনিয়র সাংবাদিক শ্যামল চন্দ্র দাস।

তিনি বলেন,মতলবে রাজনীতিবিদ ও সাংবাদিক মহলে সুপরিচিত একজন মানুষ আবুল কাশেম পাটোয়ারী আর যারা তাকে এই হুমকী দিয়েছে তা সত্যি লজ্জার। আমি জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাই।

সাবেক উপজেলা- চেয়ার ম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু ফোনে সমবেদনা জানিয়েছেন।

আরো খোজ নেন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম কিবরিয়া স্বপ্ন দেওয়ানজী।

এই ঘটনার পর আরো খোজ নেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী,সাংবাদিক ও সূধীজনরা।

এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। 

বাতায়ন24 পরিবারের পক্ষ থেকে এই হুমকি ও আচরনের তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সেই সাথে আইন সৃংঙ্খলা বাহিনী সহ প্রশাসেনের সুদৃষ্টি আকর্ষন করছি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহন করে হয়। এবং সে সাথে বলতে চাই এ ঘটনা থেকে প্রতীয়মান ভবিষ্যতে যারা সমাজে অন্যায়ের-দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের নিরাপত্তা ব্যবস্থা হুমকীর মুখে রয়েছে।

উল্লেখ্য যে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগ নিয়ে সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারীর ফেসবুক পোষ্টে রুবেল সরকার এসব মন্তব্য করে এই হুমকী দেন।##

Post a Comment

Previous Post Next Post