রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ মহিলা) প্রশিক্ষণের উদ্বোধন

 

News 24 Express 

সিহাবুল আলম সম্রাট,বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী::


রাজশাহীর পুঠিয়া উপজেলার, ধোপাপাড়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানজি.এম হীরা বাচ্চু।

রবিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধোপাপাড়া ডিগ্রী কলেজ মাঠে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন মহিলা ৩০ জন ও পুরুষ ৩০ সর্ব মোট ৬৪ জন অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পুঠিয়া, রাজশাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম হীরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু তিনি বলেন, আমরা যদি লক্ষ্য করি তাহলে বহির্বিশ্বে দেখা যায় সাধারণ মানুষরাও বাধ্যতামূলক সাময়িক প্রশিক্ষণ নিয়ে থাকে। এই সাময়িক প্রশিক্ষণ জানা থাকলে আমরা নিজেরা এবং পরিবার ও আরো অনেকের উপকারে আসতে পারবো। আমাদের এই বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে চলেছেন, তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালা। আপনাদের এই প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জীবন কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য এসব প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।##

সিহাবুল আলম সম্রাট,বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী::

News 24 Express 

Post a Comment

Previous Post Next Post