News 24 Express |
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উদ্যোগে
জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা। অন্বেষা চৌধুরী পূজা ও সূচনা বানী তালুকদার এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, আব্দুল হক, রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ, । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের নেত্রী সাহেদা আক্তার, মিনারা বেগম, জরিনা বেগম, ঝরর্না বেগম, কল্পনা বেগম প্রমূখ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সাড়ে সাত কোটি লোক যদি হয় এক, তবে হয় একজন মজিবুর শেখ। বাংলার মালিকানা নেই বাঙ্গালীগের, হাজার বছর ধরে অবনত শির, বিদেশী দানবদল ঘাড়ে চেপে বসে, লাঞ্চনা নিপীড়ন চালিয়েছে কষে, পিছু হটে যেতে যেতে সীমা সেই শেষ, তখন বুঝি মুজিব এলো বাঁচাতে স্বদেশ। তিনি আরও বলেন, আগষ্ট মাস শোকের মাস, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর ঘোষণা করেন। এমপি রতন আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতা আছে বলেই, দেশ সুন্দর ভাবে চলছি। স্মাট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশ চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ##
News 24 Express