News 24 Express |
রাজু ভূঁইয়া, এক্সপ্রেস ডেস্ক::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-র সাঁড়াশি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ তিনজন কে আটক করে। শনিবার রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ ডিবি জানায় পুলিশ সুপার এহ্সান শাহ-র নির্দেশনায় গোয়েন্দা পুলিশ ডিবি-র ওসি নন্দন কান্তি ধর-র নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম অভিযান চালিয়ে সদর মডেল থানাধীন লক্ষণশ্রী ইউনিয়নের দিরাই রাস্তার পয়েন্টে ইসলাম উদ্দিনের চা স্টলের সামনে থেকে এসআই(নিঃ)মোঃ মাহমুদুল হাসান, এসআই (নিঃ)/ মোঃ মাসুদ রানা বিশ্বাস, এএসআই নিঃমোজাম্মেল হক, বিশেষ অভিযান পরিচালনা করে জামালগঞ্জ উপজেলার সাচনা পশ্চিমপাড়া কালিবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া(২৭) এর নিকট হইতে ৩ (তিন) কেজি গাঁজা ও ১ (এক) টি মোটরসাইকেল সহ তাকে আটক করেন। আবার পৃথক অভিযান চালিয়ে সদর মডেল থানার মল্লিকপুরবাসস্ট্যান্ড(বাগানবাড়ি)এলাকায় রিকি এন্টারপ্রাইজ গাড়ির শোরুমের সামনের পাকা রাস্তার উপর রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পূর্ব ইব্রাহীম পুর গ্রামের মৃত মজিকুল মিয়ার ছেলে ফারুক মিয়া কে ও উত্তর আরফিন নগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলম মিয়াকে আটক করা হয়।আটক নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ ডিবি-র ওসি নন্দন কান্তিধর জানান মাদক বিরোধী চলমান এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পক্রিয়াধীন রয়েছে।##
News 24 Express