সুনামগঞ্জের মধ্যনগরে সন্ত্রাসীর হামলার শিকার হয়েছে এক কৃষক পরিবার

 

News 24 Express 

ভাম্রমান, প্রতিনিধি::

সুনামগঞ্জের মধ্যনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এক কৃষক দরিদ্র পরিবার। 

ঘটনার সূত্রপাত ঘটে ০৩/০৮/২০২৩ইং সময় দুপুর ১২.১০মি: স্থান ৩নং চামারদানি ইউনিয়ন এর পূর্ব আমজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রতক্ষ সাক্ষী আকাশ মিয়া (১৮) বলেন সন্ত্রাসী গণ অতর্কিত হামলা চালিয়ে আবার সন্ত্রাসী রিপাল মিয়া নিজের শরীরে জখম করে ঘটনার পড়ের দিন হাসপাতালে ভর্তি হয়।

এবিষয়ে জানতে চাইলে হামলার শিকার মো নুরুজ্জামান (৩৫) বলেন আসামি গণ খারাপ, দাঙ্গাবাজ,লাঠিয়াল, উশৃংখল ও পরসম্পদলোভী প্রকৃতির লোক। সামন্য লাইটার কে কেন্দ্র করে আসামি গণ তাদের লোক জন নিয়ে আমার বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। 

এতে আমরা ৪/৫ জন জখমী হই, এবং তারা শুধু মারপিটেই সন্তুষ্ট না তারা গৃহে ডুকে ঘরের মালামাল ও কাচের জিনিস পত্র ভাংচুর করে। 

এ বিষয়ে থানার পেশকৃত ফৌজদারি বিধান অনুযায়ী ১৫৪ নং ধারায় একটি মামলা করা হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক বলেন ইতিমধ্যে একজন আসামি বাবলু মিয়া কে আটক করেছে পুলিশ এবং বাকিদের আটক করার প্রকৃিয়া চলছে। 

মো নুরুজ্জামান বলেন আমাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। এবং প্রশাসনের কাছে আকুল আবেদন এই যে 

আসামিদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিদানের দাবি করছি। ###

ভাম্রমান, প্রতিনিধি...

#News 24 Express 


Post a Comment

Previous Post Next Post