News 24 Express |
সিহাবুল আলম সম্রাট, রাজশাহী ব্যুরো:;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন আওয়ামী লীগ ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার পানানগর উচ্চ বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো:আজাহার আলী খাঁন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য, মোঃ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজ, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষক সম্পাদক মো: মাহাবুবুর রহমান, জেলা মৎসজীবিলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জিয়াউদ্দিন টিপু, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম,দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো: আজাহা আলী, সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মাড়িয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।শোক সভার সঞ্চালনায় ছিলেন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম কহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ১৫ ই আগস্টে নিহত জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।##
News 24 Express