News 24 Express |
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গাবিডা থেকে ৮০ বস্তুা ভারতীয় নিষিদ্ধ চিনি ও ১ টি স্টিলবডি নৌকা সহ ৩ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর অনুমান ০৫.৩০ মিনিটের সময় প্রথম ও ২য় ঘটনা-৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৬.২০ মিনিটের সময় ৮০ বস্তুা চিনি একটি স্টিলবডি নৌকা সহ ৩ জন আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
১ম ঘটনাস্থল-মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা সাকিনস্থ ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশে।
২য় ঘটনাস্থল- মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা কীর্তনছড়া সাকিনস্থ আসামী আবুল হাসেম বসত ঘর হইতে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ-অদ্য ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ মধ্যনগর থানার জিডি নং-১২৫৪, তারিখ-৩০/০৮/২০২৩ খ্রিঃ মূলে এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে সাথে ছিলেন এসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ কাজল মিয়া, এএসআই আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ১ঘটনাস্থল-মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা সাকিনস্থ ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ হইতে রনি মিয়া (৩৫) ও মোঃ এরশাদ মিয়া (৪০)হেফাজত হইতে ০১টি স্টীল বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ৫০ বস্তা (২৫০০ কেজি) ও ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৬.২০ ঘটিকার সময়
২য় ঘটনাস্থল মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা কীর্তনছড়া সাকিনস্থ আসামী আবুল হাসেম (৪০) এর বসত ঘর হইতে ৩০ বস্তা (১৫০০ কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তা (৫০ কেজি)ভারতীয় চিনির মূল্য-৪,৫০০/- টাকা করিয়া সর্বমোট ৮০ বস্তা (৪০০০ কেজি) সর্বমোট ভারতীয় চিনির মূল্য অনুমান-৩,৬০,০০০/-টাকা।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে। ##
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ