সুনামগঞ্জের ধ্যনগরে বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

 

News 24 Express 
সুনামগঞ্জের ধ্যনগরে বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার 

বিশেষ প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের কালু মিয়া (৫৫) কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মধ্য নগর থানা পুলিশ।

অদ্য ১৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ এসআই রফিজুল মিয়া, এএসআই কাজল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানার জিআর০৫/২২, তারিখ-০১/০২/২৩ইং ধারা-১৪৩/১৮৬/৩৫৩/৪২৭দঃবিঃ এর ওয়ারেন্টভুক্ত আসামী কালু মিয়া(৫৫), পিতা- মৃত মোকসেদ আলী পীরসাব , গ্রাম- মাটিয়ারবন, বংশীকুন্ডা উওর ইউপি,উপজেলা/থানা-মধ্যনগর, জেলা –সুনামগঞ্জকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। ##

১৯/০৯/২০২৩ইং

News 24 Express 

Post a Comment

Previous Post Next Post