রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

 

News 24 Express 

সিহাবুল আলম সম্রাট,ব্যুরোচিফ রাজশাহী::

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যুর হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ গ্রামের আমিনুল ইসলামের ছেল রুহুল আমিন ওরফে রুহুল ঘাটাল (৫৯) । ওপর জন নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের সোরমান আলীর ছেলে জাকির হোসেন (৫৫)। 

রুহুল আমিন চলতি বছরের মে মাসের ২০ তারিখে মাদক মামলার আসামী হয়ে কারাগারে প্রবেশ করেছিল। কারাগারে এতদিন স্বাভাবিক থাকলেও গত ১৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব করেন। এরপর কারাগারের হাসপাতালে তাকে প্রাথামিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টা ৫৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ২০ মিনিটে তিনি মারা যান। অপরদিকে নাটোরের আরেক হাজতি জাকির হোসেনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি গত ২ সেপ্টেম্বর ৪২০ ধারার মামলা নিয়ে নাটোর কারাগারে প্রবেশ করেছিল। সেখানে তিনি অসুস্থ্য হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্য ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ১৯ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। 

 রুহুন আমিনের মৃত্যু নিয়ে এলাকাবাসির দাবি রুহুল আমিনের আর্থিক অবস্থা খুব খারাপ। বর্তমানে তার পরিবার অন্যের সহযোগিতা নিয়ে চলছে। তার কোন শারিরিক সমস্যা ছিলনা। তিনি সুস্থ্য স্বাভাবিক ছিলেন। 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন  তিনি বলেন, "এই বিষয় নিয়ে জেল কর্তৃপক্ষ বিব্রত। গতকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো অথচ আজ এমন ঘটনা ঘটলো সত্যিই দুঃখজনক! তবে আমাদের এখানে কয়েদি এবং হাজতি তারা খুব ভাল থাকেন। আমরা সব সময় তাদের সকল বিষয়ে খোঁজ খবর রাখি। রুহুল আমিনের অসুস্থ'র খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়েছে পরে স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়"।

News 24 Express 

Post a Comment

Previous Post Next Post