সুনামগঞ্জে ঈদে মিলাদুন নবী সাঃ উদযাপন

 

News 24 Express 

নিউজ ২৪ ডেস্ক::

"মুস্তফা জানে রহমত পেঁহ্ লাখো ছালাম"

রাসুল প্রেম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম-ই খোদাপ্রাপ্তিরপূর্ব শর্ত এই শ্লোগান কে সামনে রেখে

সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ তরিকত ফেডারেশন বি.টি.এফ সুনামগঞ্জ জেলার ডাকে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উদযাপন করা হয়েছে। 

আজ ৬ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী, ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টম্বর ২০২৩ইং রোজ শুক্রবার বাদ জুমার পরে উক্ত জশনে জুলুস আরম্ভ হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী রেজভী ছুন্নী আল কাদরী পীর সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আমিন রেজভী ছুন্নী আল কাদরী পীর সাহেব। 

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন তরিকত পন্থি মাকসুদুল হক ইফাত, সাংবাদিক রাজু ভূঁইয়া, সাংবাদিক মারুফ হোসেন প্রমুখ। 

এছাড়াও আরও রেজভীয়া দরবার শরীফের আশেকান,ভক্ত এবং নবী প্রেমিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর উপজেলা বিভিন্ন সরক প্রদক্ষিণ করে থানার সামনে দিয়ে এসে মিছিল শেষ হয়।###

News 24 Express 

২২/০৯/২০২৩ইং

rajubhuiyanews@gmail.com

Post a Comment

Previous Post Next Post