News 24 Express |
আরিফ খান,স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের এক তরুণ জীবিকার তাড়নায় ঢাকায় এসে ওয়ারি থানার জয়কালী মন্দির সংলগ্ন রাস্তার নির্মাণ কাজে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়।
শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢালাই কাজ করার সময় ভূগর্ভস্থ বিদ্যুৎ এর লাইনে সাথে মাটি গর্ত করার কাজে ব্যবহৃত লোহার দন্ড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মৃত তরুণের নাম মো: দেলোয়ার হোসেন। তিনি বৌলাম দক্ষিণ পাড়া গ্রামের খাস্তুক মিয়ার ২ য় ছেলে।
তাত্ক্ষণিকভাবে তার সহকর্মীগণ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মী মো: রহিছ মিয়া জানান, গত দুমাস যাবত সে আমাদের সাথে রাস্তা নির্মাণের কাজ করছে। আজ দুপুরে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরিফ খান
০১৭১৯০৭৫৫৩৫
k.arif.jnu@gmail.com