সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যথাযত মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত হয়েছে

  



রাজু ভূঁইয়া,নিউজ ২৪ এক্সপ্রেস;;

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের সব-কটি উপজেলায় যথাযত মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ০১ আসনের তিন বারের সাংসদ, হাওর পাড়ের মানুষের হাওর বন্ধু, জননেতা 'ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন' এমপি মহোদয় এবং ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিলেন) মোঃ ওলিদু জাম্মান।


সূর্য দয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলা সভাপতি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি মহোদয়, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান  মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা সাবেক সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ বিলকিস,সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌসোর রহমান, ধর্মপাশা উপজেলা সার্কেল আলী ফরিদ, ওসি মোঃ মিজানুর রহমান, থানা পুলিশ এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, এচারাও আর-ও উপস্থিত ছিলেন,মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি সভাপতি বেনুয়ার খান পাঠান, এবং মাহবুবুল আলম বাচ্চু (মাষ্টার) কলেজ সভাপতি সাকিল, প্রমুখ ।


যুবলীগের তরিকুল ইসলাম পলাশ, তাজউদ্দীন আহমদ,আকিক খান পাঠান। ছাত্র লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, সাবেক সভাপতি তিতাস, মহিউদ্দিন ফরহাদ, মাইনদ্দিন চৌধুরী, রায়হান আজিজ,প্রমুখ।  সাংবাদিক বৃন্দ, এছারাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, অঙ্গ সংগঠন সহ স্থানীয় স্কুল,কলেজ এর ছাত্র ছাত্রী বৃন্দ।


১৬/১২/২০২২ইং

Post a Comment

Previous Post Next Post