![]() |
| News 24 Express |
হাফিজুর রহমান চয়ন,স্টাফ রিপোর্টার;;
সুনামগঞ্জের ধর্মপাশায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলণ করে অন্যত্র বিক্রি করার দায়ে রয়েল মিয়া (৩০) নামে এক এক্সেভেটরের (মাটিকাটারযন্ত্র) মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার মাটিকাটা গ্রামের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অলিদুজ্জামান।
দণ্ডিত এস্কেভেটেরের মালিক মো. রয়েল মিয়া পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার বামেরচর গ্রামের রহেদ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা গ্রামের সামনে ফসলী জমি নষ্ট করে বেশ কয়েকদিন ধরে একটি এস্কেভেটর মেশিন (মাটিকাটারযন্ত্র) দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলণ করে অন্যত্র বিক্রি আসছিলেন পাশের মোহনগঞ্জ উপজেলার বামেরচর গ্রামের রয়েল মিয়া নামে এক ব্যক্তি। পরে খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অলিদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি ওই এস্কেভেটরের মালিক রয়েল মিয়াকে আটক করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক অলিদুজ্জামান বলেন, অসাধু মাটি ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।###
হাফিজুর রহমান চয়ন
ধর্মপাশা, সুনামগঞ্জ
০১৭১৮-৭৫৫৭৭১
২১-১২-২০২২ ইং।
