News 24 Express |
সুনামগঞ্জের ধর্মপাশায় ১০ পিস ইয়াবাসহ আসামাজ চৌধুরী ওরফে আদল মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা-পুলিশ।
ধৃত মাদক কারবারি আদল মিয়া উপজেলার সেলবরষ ইউনিয়নের দক্ষিণ বীর গ্রামের হামিদুল হক চৌধুরী ওরফে মিলন মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বীর গ্রামের হামিদুল হক চৌধুরী ওরফে মিলন মিয়ার ছেলে মো. আদল মিয়া মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার মার্কেটের সামনে গোপনে ইয়াবা বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে করতে সক্ষম। এ সময় তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক কেনাবেচার অপরাধে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।###
২৮-১২-২০২২ ইং।